ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন জমার শর্ত শিথিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ২২ এপ্রিল ২০২১  
তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন জমার শর্ত শিথিল

লকডাউনের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার শর্ত শিথিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে কোম্পানিগুলো  ২৫ মে পর্যন্ত আর্থিক প্রতিবেদন জমা দিতে পারবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, করোনার সংক্রমণ বাড়ার কারণে প্রথমে জনসাধারণের চলাচলে কঠোর বিধি-নিষেধ দিয়েছিল সরকার। এরপর সর্বাত্মক লকডাউনে অনেক প্রতিষ্ঠানই সময়মতো আর্থিক প্রতিবেদন তৈরি করতে পারেনি। ফলে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে  আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২৫ মে পর্যন্ত সময় দিয়েছে বিএসইসি।

জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বিমা, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এবং বহুজাতিক কোম্পানিগুলোর গত ৩১ ডিসেম্বর হিসাব বছর শেষ হয়েছে। আইন অনুযায়ী হিসাব বছর শেষ হওয়ার পরবর্তী ১২০ দিন বা ৩ মাসের মধ্যে প্রতিষ্ঠানগুলোর বার্ষিক আর্থিক প্রতিবেদনের নিরীক্ষা শেষ করতে হয়। তা শেষ করার দুই সপ্তাহ বা ১৪ দিনের মধ্যে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের কপি বিএসইসিতে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে আগামী ১৪ মের মধ্যে আলোচ্য কোম্পানিগুলোর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিএসইসিতে জমা দেওয়ার কথা ছিল। এছাড়া, প্রান্তিকের প্রতিবেদন তো রয়েছেই। তবে শর্ত শিথিল করার কোম্পানিগুলো তাদের আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় পেলো।

ঢাকা/এনএফ/এনই 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়