ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে বুধবার ওয়ালটনের টেকনিক্যাল ওয়েবিনার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ২৭ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:৫৮, ২৭ এপ্রিল ২০২১
চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে বুধবার ওয়ালটনের টেকনিক্যাল ওয়েবিনার

ওয়ালটন মেটাল কাস্টিং প্ল্যান্ট। দেশের একমাত্র এবং স্বয়ংক্রিয় ফাউন্ড্রি। টেকজায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটনের অন্যতম ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। বিশ্বব্যাপী চলমান চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রযাত্রায় ওয়ালটন মেটাল কাস্টিং প্ল্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশের শিল্পোন্নয়নে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্ষম প্রতিষ্ঠানটি।

বুধবার (২৮ এপ্রিল, ২০২১) ‘Walton Metal Casting Plant: Marching Towards 4th Industrial Revolution’ শিরোনামে ওয়ালটন মেটাল কাস্টিং প্ল্যান্ট একটি টেকনিকাল ওয়েবিনারের আয়োজন করতে যাচ্ছে।  ওয়েবিনারে বাংলাদেশে চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রযাত্রায় ওয়ালটন তথা মেটাল কাস্টিং প্ল্যান্টের ভূমিকা, দেশীয় শিল্পোন্নয়নে অটোমেটেড ফাউন্ড্রিশপের ভূমিকা ও ক্রমবর্ধমান চাহিদা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

ওয়ালটনের মেটাল কাস্টিং প্ল্যান্টের প্রসেস ইঞ্জিনিয়ার আবু ফয়সালের সঞ্চালনায় ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) পরিচালক (পরিকল্পনা) ডা. জালাল উদ্দিন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফাহমিদা গুলশান এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর পাইলট প্ল্যান্ট অ্যান্ড প্রসেস ডেভেলপমেন্ট সেন্টারের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. আব্দুল গফুর।

এছাড়া উপস্থিত থাকবেন ওয়ালটনের কম্প্রেসর প্রডাক্টের চিফ অপারেটিং অফিসার (সিওও) নাসির উদ্দিন মন্ডল, মেটাল কাস্টিং প্ল্যান্টের প্রডাকশন ইন-চার্জ কাজী এস. এম. ফয়সাল, মেটাল কাস্টিং (আর এন্ড ডি)- এর ইনচার্জ আসিফ রহমান সিকদার, মেটাল কাস্টিং (কিউসি)- এর ইনচার্জ মোবাশ্বির আহমেদ এবং মেটাল কাস্টিং প্ল্যান্টের প্রসেস ইঞ্জিনিয়ার ইমরান হোসেন।

ওয়েবিনারে ওয়ালটনের বক্তারা অটোমেটেড ফাউন্ড্রিশপের বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করবেন। ওয়েবিনারটি বিকেল ৫টায় ওয়ালটনের অফিসিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/Waltonbd)  থেকে সরাসরি সম্প্রচারিত হবে।

মাহফুজ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়