ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ৩ মে ২০২১  
অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে 

আগের দিন লেনদেনে নতুন রেকর্ড গড়লেও সোমবার (৩ মে) পুঁজিবাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। এদিন সূচকের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।

জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে ৫ হাজার ৫১১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ২৪৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২ হাজার ১১৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৪  প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০৫টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৬৪ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ২১৩ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৫ পয়েন্ট কমে ৯ হাজার ৬২৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৬২ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৯৭টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ২৩ লাখ টাকা।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়