ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে পুঁজিবাজারে

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ৫ মে ২০২১  
অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে পুঁজিবাজারে

দেশের পুঁজিবাজারে বুধবার (৫ মে) অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে।  এদিন সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে। 

জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক দশমিক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩২ পয়েন্টে অবস্থান করছে। 

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৮ কোটি ৫১ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৫৬ কোটি ১০ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২০৩টির, কমেছে ১০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টি শেয়ার দর। 

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৪৫ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২৩ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৯৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৭৩৮ পয়েন্টে অবস্থান করছে। 

সিএসইতে লেনদেন হওয়া ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৯টির, কমেছে ৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৯৫ লাখ টাকা। 

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়