ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্যাংকে লেনদেন বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ৬ মে ২০২১  
ব্যাংকে লেনদেন বেড়েছে

ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন চলছে। চলবে ১৬ মে পর্যন্ত। তবে, আজ নগরীতে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। এতে ব্যাংকগুলোতে গ্রাহকদের উপস্থিতিতে বেড়েছে। ব্যাংকে আগের চেয়ে লেনেদেন বেড়েছে। 

বৃহস্পতিবার (৬ মে) ব্যাংকারদের সঙ্গে কথা বলে এ তথ‌্য জানা গেছে।

ব্যাংকাররা জানিয়েছেন, সর্বাত্মক লকডাউনের সময় গণপরিবহন বন্ধ ছিল। অন‌্যদিকে, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় সীমিত পরিসরে ব্যাংকের কার্যক্রম চলছিল। তখন গ্রাহকদের অনলাইনে লেনদেন করতে উৎসাহ দেওয়া হতো। গ্রাহকদের মধ্যেও করোনা নিয়ে আতঙ্ক ছিল। এসব কারণে ব্যাংকে গ্রাহকদের উপস্থিতি কম ছিল। আজ নগরীতে গণপরিবহন চালু হয়েছে। তাতে গ্রাহকদের ব্যাংকে আসা-যাওয়া সহজ হয়েছে। তাই আগের তুলনায় ব্যাংকের গ্রাহকদের উপস্থিতি বাড়ছে। এখন মাসের শুরুর দিক। অপরদিকে, সামনে ঈদ। এ দুই কারণে ব্যাংকে আসছেন গ্রাহকরা। তবে টাকা জমা দেওয়ার চেয়ে উত্তোলনের জন্যই বেশিরভাগ গ্রাহক ব্যাংকে আসছেন।

সোনালী ব্যাংকের মতিঝিল লোকাল অফিসের জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) মো. আব্দুল ওয়াহাব রাইজিংবিডিকে বলেন, ‘আমরা স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছি। নগরীতে গণপরিবহন চালু হওয়ায় গ্রাহকদের উপস্থিতি বাড়ছে। একই সঙ্গে ঈদকে সামনে রেখে শিল্পকারখানার বেতন-ভাতার জন্য টাকা তুলতে শুরু করেছেন গ্রাহকরা। তাতে লেনদেনে গতি বাড়ছে। ঈদ পর্যন্ত লেনদেন বাড়ার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

ডাচ বাংলা ব্যাংকের লোকাল অফিসের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ শাহজাহান রাইজিংবিডিকে বলেন, ‘ঈদকে সামনে রেখে মানুষের নগদ টাকার চাহিদা বাড়ছে। তাই লেনদেনেও গতি ফিরেছে। লেনদেনের পরিমাণ আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে, রেমিট্যান্সের অর্থ উত্তোলনের জন্য গ্রাহকদের ভিড় বাড়ছে।’

ওয়ান ব্যাংক লিমিটেডের ক্যাশ অফিসার কাওছার আলম বলেন, ‘বৃহস্পতিবার টাকা জমা দেওয়ার চেয়ে গ্রাহকদের উত্তোলনের হার ছিল বেশি। এর মধ্যে শিল্পকারখানার শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার জন্যও টাকা উত্তোলন করতে দেখা গেছে। এতে লেনদেনের গতি বেড়েছে।’

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়