ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘পুঁজিবাজারে বিনিয়োগে কাজ করছে এলআর গ্লোবাল’ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ৮ মে ২০২১  
‘পুঁজিবাজারে বিনিয়োগে কাজ করছে এলআর গ্লোবাল’ 

পুঁজিবাজারে বিনিয়োগ উৎসাহিত করতে কাজ করছে এলআর গ্লোবাল। তবে সবার আগে পুঁজিবাজারে তথ্যের অসামঞ্জস্যতা দূর করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ ইসলাম।

শনিবার (৮ ম) দুপুরে রাজধানীর আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় এলআর গ্লোবালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিয়াজ ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে পুঁজিবাজারে বিনিয়োগের হাওয়া পরিবর্তনে এলআর গ্লোবাল ভূমিকা পালনে প্রস্তুত রয়েছে। আমাদের সমস্ত পারদর্শিতা ও কর্মদক্ষতা প্রয়োগ করে যাবো, যাতে পুঁজিবাজারের তথ্যের অসামঞ্জস্যতা না থাকে। যাতে তা পুঁজিবাজারে নিযুক্ত প্রত্যেক বিনিয়োগকারীকে প্রভাবিত করে এবং তাদের বিনিযোগে উৎসাহিত করে।’ 

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের পুঁজিবাজারের সম্পূর্ণ সম্ভাবনাসমূহ অর্জন করার পাশাপাশি দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের মধ্যকার ব্যবধান কমিয়ে আনার মিশনে একসঙ্গে কাজ করবো।’ 

এলআর গ্লোবাল প্রসঙ্গে রিয়াজ ইসলাম বলেন, ‘এলআর গ্লোবাল বাংলাদেশ নেতিবাচক পুঁজিবাজারে প্রবল চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দৃষ্টান্তমূলক কর্মদক্ষতার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় সম্পদ ব্যবস্থাপকগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে। শুরু থেকে, বিশেষ করে বিগত ৫ বছর ধরে সেরা কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। পুঁজিবাজারে বিগত ১০ বছরের ট্র্যাক রেকর্ড থেকে আমাদের দক্ষতা ও পারদর্শিতা প্রতিফলিত হয়।’

এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ ইসলাম জানান, নেতিবাচক পুঁজিবাজারে প্রবল চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বিগত ১০ বছর ধরে এলআর গ্লোবাল পরিচালিত ফান্ডগুলো বাৎসরিক গড়ে ৫ শতাংশের বেশি ছাড়িয়ে গিয়েছে এবং ফান্ডগুলো থেকে ৪৬ শতাংশের বেশি লভ্যাংশ দিয়েছে। এছাড়াও বিগত ৫ বছর ধরে এলআর গ্লোবাল পরিচালিত ফান্ডগুলোর পারফর্মেন্স বিবেচনায় দেশের শীর্ষস্থানীয় সম্পদ ব্যবস্থাপক হিসেবে জায়গা করে নিয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি অনুযায়ী ০.৪৫ পোর্টফোলিও বেটাসহ বাৎসরিক ৫.৫ শতাংশ আলফা উৎপন্ন করেছে। 

রিয়াজ ইসলাম বলেন, ‘আমরা পুনরায় কাজ শুরু করবো যাতে দেশে বিদেশি বিনিযোগ নিয়ে আসা যায়, যা বিগত ২০১৫ সাল হতে বিঘ্নিত হয়েছে। আমরা যে কোনো আগ্রহীপক্ষের সঙ্গে অংশীদার হতে আগ্রহী। যাতে করে সম্মিলিতভাবে বাংলাদেশের পুঁজিবাজারের সব সম্ভাবনা উদঘাটন করে লাভবান হতে পারি।’ 


 

এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়