ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সূচক বাড়লেও লেনদেন কমেছে পুঁজিবাজারে

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ৯ মে ২০২১  
সূচক বাড়লেও লেনদেন কমেছে পুঁজিবাজারে

দেশের পুঁজিবাজারে রোববার (৯ মে) অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে এদিন সূচক বাড়লেও লেনদেন কমেছে। 

জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৮পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬৫ পয়েন্টে অবস্থান করছে। 

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ কোটি ৩ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮৬ কোটি ২৬ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫০ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৭৬টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির শেয়ার দর। 

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৩১ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৭ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৬৯ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮৪৪ পয়েন্টে অবস্থান করছে। 

সিএসইতে লেনদেন হওয়া ২৭৪ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪৩টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৬৬ কোটি ৩৬ লাখ টাকা।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়