ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিএসইতে সূচক ৫৭০০ পয়েন্ট ছাড়িয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ১১ মে ২০২১   আপডেট: ১৪:৩১, ১১ মে ২০২১
ডিএসইতে সূচক ৫৭০০ পয়েন্ট ছাড়িয়েছে

করোনাকালে কঠোর বিধি-নিষেধের মধ্যে সীমিত পরিসরে চলছে শেয়ারবাজার।  বাজারে সূচক লেনদেনে দিন দিন নতুন রেকর্ড গড়ছে। 

ঈদের আগে মঙ্গলবার (১১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৫৭০০ পয়েন্ট অতিক্রম করে করোনাকালে আরেকটি নতুন রেকর্ড গড়েছে। এদিন লেনদেনের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দরও।

জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। যা গত সাড়ে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান। এর আগের চলতি বছর ২৮ জানুয়ারি সূচক ৫৭২৪ পয়েন্টে অবস্থান করেছিল। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪০৩ কোটি ৩৫ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৫২ কোটি ৩ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৬২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২১৮টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩ টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৬৬ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৬ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১৪১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৭৬ টির, কমেছে ৬৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টির শেয়ার দর।  সিএসইতে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৬২ লাখ টাকা।

নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়