ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ৫৮০০ পয়েন্ট অতিক্রম করেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ১৬ মে ২০২১  
পুঁজিবাজারে সূচক ৫৮০০ পয়েন্ট অতিক্রম করেছে

পুঁজিবাজারে ঈদের ছুটির পর লেনদেন শুরুর প্রথম দিন রোববার (১৬ মে) প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক ৫৮০০ পয়েন্ট অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছে।  যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ। ডিএসইতে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে কমলেও অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে ।

জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে গত ২৪ জানুয়ারি ডিএসইতে প্রধান সূচক ৫ হাজার ৮১৫ পয়েন্টে অবস্থান করেছিল। রোববার ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪১৮ কোটি ৩৬ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৫৩ কোটি ৫৬ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৮ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৩১টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৪৯ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৮ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১১২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ১৫৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৯২ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৯১টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৭১ কোটি ১৫ লাখ টাকা।

ঢাকা/এনএফ /ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়