ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিক্রেতা সংকটে ৪ কোম্পানির শেয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ১৭ মে ২০২১  
বিক্রেতা সংকটে ৪ কোম্পানির শেয়ার

আগের দিনের মতো সোমবার (১৭ মে) পুঁজিবাজার ছিল ইতিবাচক। লেনদেনের এক পর্যায়ে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার বিক্রি করার জন্য আগ্রহ কমতে থাকে বিনিয়োগকারীদের। ফলে কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা সংকটে পড়ে।  

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে সেগুলো হচ্ছে, এশিয়া ইন্স্যুরেন্স, মেঘনা কনডেন্স মিল্ক, প্রাইম ব্যাংক এবং এনআরবিসি ব্যাংক।

জানা গেছে, এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন শুরু হয়েছে ৯৮.৭০ টাকায়। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০৫.৩০ টাকায় লেনদেন হয়েছে। এরপরই কোম্পানির শেয়ারে বিক্রেতা সংকটে পড়ে। কোম্পানিটির শেয়ার দর ৯.৫০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।

মেঘনা কনডেন্স মিল্ক: কোম্পানিটির শেয়ার লেনদেন ১২ টাকায় শুরু হয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১২.৩০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ৯.৮২ শতাংশ বেড়েছে।

প্রাইম ব্যাংক: কোম্পানিটির শেয়ার লেনদেন ২২.৮০ টাকায় শুরু হয়েছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার ২৩.৬০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ৯.৭৬ শতাংশ বেড়েছে।

এনআরবিসি ব্যাংক:  কোম্পানিটির শেয়ার লেনদেন ২৩.৬০ টাকায় শুরু হয়েছে । সর্বশেষ কোম্পানিটির শেয়ার ২৩.৬০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ৯.৭৬ শতাংশ বেড়েছে।


 

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়