ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অনলাইনে অস্থায়ী ব‌্যাংক হিসাব খুলতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ১৭ মে ২০২১  
অনলাইনে অস্থায়ী ব‌্যাংক হিসাব খুলতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা

বিদেশি বিনিয়োগকারীরা অনলাইনে অস্থায়ী ব্যাংক হিসাব খুলতে পারবেন। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন‌্য বাংলাদেশে বিনিয়োগের প্রক্রিয়া সহজ হবে।

সোমবার (১৭ মে) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, বিদেশি বিনিয়োগকারীরা অনলাইনে টাকা ও ডলারে অস্থায়ী হিসাব খুলতে পারবেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিসের আওতায় তা খোলা যাবে। অর্থনৈতিক অঞ্চল, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও বাংলাদেশ হাইটেক পার্কের বিদেশি ডলারে এবং দেশের অন্যান্য জায়গার টাকায় হিসাব খুলতে পারবেন বিনিয়োগকারীরা। গ্রাহক বা হিসাব পরিচালনাকারীর নমুনা স্বাক্ষর অনলাইনে ভেরিফাইড চ্যানেলের মাধ্যমে গ্রহণ করা যাবে। এসব অস্থায়ী হিসাবে লেনদেনের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান যে নির্দেশনা আছে তা পরিপালন করতে হবে।

বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগকালে প্রাথমিক খরচের জন্য অর্থ আনতে হয়। কিন্তু তাদের নিজস্ব হিসাব না থাকায় অনেক সমস্যায় পড়তে হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার্থে বিডার ওয়ান স্টপ সার্ভিসের আওতায় অনলাইনে তাদের অস্থায়ী ব্যাংক হিসাব খোলার সুযোগ দেওয়া হয়েছে।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়