ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিক্রেতা সংকটে ৫ কোম্পানির শেয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ১৮ মে ২০২১  
বিক্রেতা সংকটে ৫ কোম্পানির শেয়ার

টানা কয়েকদিন উর্ধ্বমুখী থাকলে মঙ্গলবার (১৮ মে) সকাল থেকে পুঁজিবাজারে সূচক কিছুটা নিম্নমুখী ধারায়। এমন বাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ার বিক্রিতে বিনিয়োগকারীদের অনিহা দেখা গেছে। ফলে শেষ পর্যন্ত কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা সংকটে পড়ে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, যেসব কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়েছে সেগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ম্যাকসন্স স্পিনিং, এনআরবিসি ব্যাংক এবং ইনডেক্স এগ্রো।

জানা গেছে, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫০ টাকায়।  সর্বশেষ কোম্পানির শেয়ার ৫২.৮০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার দর ৪.৮০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এরপর কোম্পানির শেয়ারে বিক্রেতা ছিল না।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স : কোম্পানির শেয়ার লেনদেন ৬৭.৮ টাকায় শুরু হয়েছে। সর্বশেষ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬৭.৮০ টাকায়। কোম্পানির শেয়ার দর ৬.১০ টাকা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে।

ম্যাকসন্স স্পিনিং : কোম্পানির শেয়ার লেনদেন ১৫.৫০ টাকায় শুরু হয়ে সর্বশেষ ১৬.৮০ টাকায় বেচাকেনা হয়েছে।  কোম্পানির শেয়ার দর ১.৫০ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়েছে।

এনআরবিসি ব্যাংক: কোম্পানির শেয়ার ২৫.৯০ টাকায় লেনদেন শুরু হয়ে সর্বশেষ ২৫.৯০ টাকায় বেচাকেনা হয়েছে।  কোম্পানির শেয়ার দর ২.৩০ টাকা বা ৯.৭৪ শতাংশ বেড়েছে।

ইনডেক্স এগ্রো: কোম্পানির শেয়ার ৭৬.৫০ টাকায় লেনদেন শুরু হয়ে সর্বশেষ ৮৪.৯০ টাকায় বেচাকেনা হয়েছে। এরপরই কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে।  কোম্পানির শেয়ার দর ৭.৭০ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়েছে।

এনএফ/এসবি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়