ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অপ্রদর্শিত অর্থ অর্থনীতির মূল ধারায় আনতে হবে: অর্থমন্ত্রী

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ১৯ মে ২০২১   আপডেট: ১৭:৩২, ১৯ মে ২০২১
অপ্রদর্শিত অর্থ অর্থনীতির মূল ধারায় আনতে হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ফাইল ছবি)

অপ্রদর্শিত অর্থ  প্রদর্শনের সুযোগ রাখার ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘অপ্রদর্শিত অর্থ আমাদের অর্থনীতির মূল ধারায় ফিরিয়ে আনার জন্যই এটা করতে হবে। আশা করি, একদিন অপ্রদর্শিত অর্থ আমাদের অর্থনীতি ব্যবস্থা থেকে বিলীন হয়ে যাবে।’

বুধবার (১৯ মে) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক  প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

অর্থমন্ত্রী বলেন, ‘আগামী অর্থ বছরের বাজেটে কালো টাকা সাদা করার বিষয়টি এখন যেভাবে আছে, সেভাবে থাকবে কি না বা কোনো পরিবর্তন হবে কি না, সেটি এ  মুহূর্তে বলা যাচ্ছে না। এ জন্য ৩ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

নতুন অর্থবছরে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘অপ্রদর্শিত টাকা কিভাবে হয়? এবারও সেটি কন্টিনিউ করবো। যতদিন পর্যন্ত অপ্রদর্শিত অর্থ প্রদর্শিত না হবে ততোদিন এ ব্যবস্থা  চালিয়ে যেতে হবে। আমাদের সিস্টেমের কারণে অনেক সময় অপ্রদর্শিত অর্থ সিস্টেমে চলে আসে। এগুলোকে যদি মেইন স্ট্রিমে না নিয়ে আসা হয়, তাহলে ঠিকমতো ট্রিটমেন্ট পাবে না।’

অর্থমন্ত্রী বলেন, ‘অপ্রদর্শিত অর্থ কী কী কারণে হয়? জমি রেজিস্ট্রেশন ফি অনেক বেশি। মৌজার যে দাম রেখেছেন, সেটা অনেক কম। বাজার দরে লেনদেন হলে অপ্রদর্শিত টাকা থাকতো না। আমাদের সিস্টেমের কারণেই এখন ক্রেতা-বিক্রেতার কাছে অপ্রদর্শিত অর্থ থাকে, সেজন্য তারা বিপদে পড়েন। জমি রেজিষ্ট্রেশন ফি কমানো হচ্ছে, আগে ইনকাম ট্যাক্স রেট বেশি ছিল, কেউ দিতেন না। সেজন্য আমরা পর্যায়ক্রমে ইনকাম ট্যাক্স রেট কমিয়ে এনেছি।’

দেশের অর্থনীতির বিভিন্ন সূচক তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। অর্থনীতির চালিকাশক্তিগুলো যেন সচল থাকে, সে জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

/হাসনাত/এনই/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়