ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দুই লাখের বেশি শুল্ককর ই-পেমেন্ট বাধ্যতামূলক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ২৪ মে ২০২১   আপডেট: ১৩:৪৯, ২৪ মে ২০২১
দুই লাখের বেশি শুল্ককর ই-পেমেন্ট বাধ্যতামূলক

নতুন অর্থবছর (২০২১-২২) জুলাই মাসের এক তারিখ থেকে আমদানি-রপ্তানির পণ্য চালান সংশ্লিষ্ট শুল্ককর দুই লাখ টাকার বেশি হলে তা ই-পেমেন্ট বা অনলাইনে পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (২৪ মে) জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু'মেন এই তথ্য নিশ্চিত করেছেন।

আগামী জানুয়ারি (২০২২) থেকে যেকোনো পরিমাণের শুল্ক-কর ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

জাতীয় রাজস্ব বোর্ড এই পদ্ধতি ২০১৭ সাল থেকে চালু করলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। জানা গেছে, আমদানি-রপ্তানিতে পে-অর্ডার বা চলান ব্যবস্থা বিপরীতে নতুন পদ্ধতিতে, সিঅ্যান্ডএফ এজেন্টের ব্যাংক হিসাব থেকে সরাসরি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরকারি ট্রেজারিতে অর্থ পরিশোধ হবে।

ফলে আমদানিকারক বা সিঅ্যান্ডএফ এজেন্ট নির্বিঘ্নে দ্রুত রাজস্ব পরিশোধ করতে পারবেন।  এতে আমদানি-রপ্তানি পর্যায়ে শুল্ককর পরিশোধে জালিয়াতির ঝুঁকি কমবে।

শিশির/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়