ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সোনালি আঁশের আয় কমেছে ৪৫ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ৮ জুন ২০২১  
সোনালি আঁশের আয় কমেছে ৪৫ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালি আঁশ লিমিটেড চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) পুরো তিন প্রান্তিক বা নয় মাসে ৪৫ শতাংশ কমেছে।

মঙ্গলবার (৮জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি চলতি হিসাববছরের পুরো তিন প্রান্তিকে অর্থাৎ ২০২০ সালের জুলাই থেকে গত মার্চ পর্যন্ত নয় মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৫ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১.৩৬ টাকা।আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানির শেয়ারপ্রতি আয় ০.৬১ টাকা বা ৪৪.৮৫ শতাংশ বেড়েছে।

শুধু তৃতীয় প্রান্তিকে চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৯ টাকা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ০.১৩ টাকা।

গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৬.২৮ টাকা।

ঢাকা/এনএফ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়