ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যমুনা ব্যাংকের উদ্যোক্তার ৫২ লাখ শেয়ার কেনার ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ৮ জুন ২০২১  
যমুনা ব্যাংকের উদ্যোক্তার ৫২ লাখ শেয়ার কেনার ঘোষণা

যমুনা ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা আবু খায়ের মোহাম্মদ সাখাওয়াত মঙ্গলবার (৮জুন) ৫২ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বর্তমান বাজার দর অনুযায়ী আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্যাংকটির উদ্যোক্তা আবু খায়ের মোহাম্মদ সাখাওয়াত ৫২ লাখ শেয়ার কিনবেন। এই উদ্যোক্তা সোমবার আরও ৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন। দুই দিনে ৫৭ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন যমুনা ব্যাংকের এই উদ্যোক্তা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যমুনা ব্যাংকের শেয়ার মঙ্গলবার বেলা ১১টায় ২০.৭০ টাকায় লেনদেন হয়েছে।

পুঁজিবাজারে ২০০৬ সালে যমুনা ব্যাংক তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৭৪৯ কোটি ২২ লাখ লাখ টাকা। কোম্পানির শেয়ার সংখ্যা ৭৪ কোটি ৯২ লাখ ২৫ হাজার ৬৫০টি। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৭.৯৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭.৬৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.২৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৪.১৩ শতাংশ শেয়ার আছে।

ঢাকা/এনএফ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়