ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিক্রেতা সংকটে ৬ কোম্পানির শেয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ৮ জুন ২০২১  
বিক্রেতা সংকটে ৬ কোম্পানির শেয়ার

পুঁজিবাজারে আজ (৮জুন) লেনদেনের শুরুতে ছিল সূচকের ওঠা-নামা। ছয় কোম্পানির শেয়ার বিক্রিতে বিনিয়োগকারীদের ছিল অনীহা। ফলে শেষ পর্যন্ত এসব শেয়ার বিক্রেতা সংকটে পড়েছে ।

মঙ্গলবার (৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব শেয়ার বিক্রেতা সংকটে পড়েছে- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ঢাকা ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, সোনারবাংলা ইন্স্যুরেন্স, রিং শাইন টেক্সটাইল এবং সাফকো স্পিনিং।

জানা গেছে, গতকাল (৭ জুন) ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ার ৪৪ টাকায় লেনদেন হলেও আজ সর্বশেষ ৪৮.৪০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ৪.৪০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

আগের দিন ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার ১০২.৩০ টাকায় লেনদেন হলেও আজ সর্বশেষ ১১২.৫০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানির শেয়ার দর ১০.২০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।

ন্যাশনাল ফিডের শেয়ার গতকাল ৩২.১০ টাকায় লেনদেন হয়েছে। আজ সর্বশেষ ৩৫.৩০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ৩.২০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।

রিং শাইন টেক্সটাইলের শেয়ার গতকাল ৮.৪০ টাকায় লেনদেন হলেও আজ সর্বশেষ ৯.২০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ০.৮০ টাকা বা ৯.৫২ শতাংশ বেড়েছে।

সোনারবাংলা ইন্স্যুরেন্সের শেয়ারের দাম আগের দিন ছিল ১০১.৯০ টাকা। আজ সর্বশেষ ১১২ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ১০.১০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।

সাফকো স্পিনিংয়ের শেয়ার গতকাল ১৩.৯০ টাকায় লেনদেন হলেও আজ বেচাকেনা হয়েছে ১৫.২০ টাকায়। শেয়ার দর ১.৩০ টাকা বা ৯.৩৫ শতাংশ বেড়েছে।

এসব কোম্পানির শেয়ার সর্বশেষ দরে বেচাকেনার পর আর লেনদেন হয়নি। অর্থাৎ বিনিয়োগকারীরা এসব কোম্পানির শেয়ার বিক্রি করতে আগ্রহী ছিল না। ফলে বিক্রেতা সংকটে পড়ে প্রতিষ্ঠানগুলোর শেয়ার।

নাজমুল/মেয়া

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়