ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘নতুন কমিশনের নেতৃত্বে শেয়ারবাজার গতিশীল হয়েছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ১০ জুন ২০২১   আপডেট: ১২:২৯, ১০ জুন ২০২১
‘নতুন কমিশনের নেতৃত্বে শেয়ারবাজার গতিশীল হয়েছে’

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, নতুন কমিশন তাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে শেয়ারবাজার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যার প্রভাব শেয়ারবাজারে দেখতে পাচ্ছি। তাদের নেতৃত্বে শেয়ারবাজারে গতিশীলতা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এসএমই প্ল্যাটফর্মের প্রথম কোম্পানি হিসেবে নিয়ালকো অ্যালয়সের লেনদেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় সিএসইর পরিচালনা পর্ষদ, নিয়ালকো অ্যালয়েসের পর্ষদ ও ইস্যু ম্যানেজারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিফ ইব্রাহিম বলেন, অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন নতুন কমিশন শেয়ারবাজারের উন্নয়নে অনেক কাজ করছেন।  যা বিনিয়োগকারীসহ অন্যান্য স্টেকহোল্ডারদের মধ্যে আস্থা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

তিনি বলেন, ভবিষ্যতে শেয়ারবাজারের প্রবৃদ্ধি আরও নিশ্চিত হবে। একইসঙ্গে তাদের দক্ষতায় উন্নত শেয়ারবাজার গড়তে সক্ষম হবে নতুন কমিশন।

সিএসই চেয়ারম্যান বলেন, সরকার এই খাতকে উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে।  আর সেই এসএমই খাতের কোম্পানি হিসেবে নিয়ালকো অ্যালয়েস সিএসইতে তথা পুরো দেশে প্রথমবারের মতো এসএমই বোর্ডে লেনদেন শুরু হল। যার সাক্ষী হয়ে রইল সিএসই।

তথ্য মতে, এদিন সকাল ১০টায় নিয়ালকো অ্যালয়সের লেনদেন শুরু হয়। সিএসইতে নিয়ালকো অ্যালয়সের লেনদেন হচ্ছে ‘এন’ ক্যাটাগরিতে। কোম্পানি আইডি হলো- ‘১৬৬০১’।  ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারটির লেনদেন হয় ১১ টাকায়।  এ সময় ২ বার হাতবলদল হয়ে কোম্পানির ১০৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার মোট মূল্য ১১৫৫ টাকা।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়