ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রিং শাইনের ২৫ শতাংশ উৎপাদনে ফিরেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ১৩ জুন ২০২১  
রিং শাইনের ২৫ শতাংশ উৎপাদনে ফিরেছে

উৎপাদন পুনরায় শুরু করেছে শেয়ারবাজারে বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইল মিলস। দীর্ঘ দিন উৎপাদন বন্ধ থাকার পর কোম্পানিটি ২৫ শতাংশ উৎপাদনে ফিরেছে।

রোববার (১৩ জুন) থেকে কোম্পানিটির এ উৎপাদন শুরু হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, রিং শাইন টেক্সটাইল মিলসে ২৫ শতাংশ উৎপাদনে ফেরায় রোববার থেকে ফ্যাক্টরি বন্ধের ঘোষণা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর থেকে কারখানা বন্ধ রেখেছিল কোম্পানিটি।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি কোভিড-১৯ এর কারণে কোম্পানিটির বিদেশি ক্রেতা কমে যাওয়ায় ও কাঁচামালের ঘাটতি থাকায় কোম্পানিটির কারখানা বন্ধ ছিল।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়