ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিএসই ও সিএসইতে সূচকের সঙ্গে কমেছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ১৩ জুন ২০২১  
ডিএসই ও সিএসইতে সূচকের সঙ্গে কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। এদিন উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। একইসঙ্গে টাকার পরিমাণে লেনদেন কমেছে ডিএসই ও সিএসইতে।

ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৬.০৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.০৫ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১২.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ২৯৩.৪২ পয়েন্টে ও ২ হাজার ১৯২.৫৬ পয়েন্টে।

ডিএসইতে এদিন ২ হাজার ৫৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬১৪ কোটি ৮৪ লাখ টাকা কম।

দিন শেষে ডিএসইতে ৩৭২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, দর কমেছে ১৯২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১টির।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএসইএক্স ৫০.৬১ পয়েন্টে কমে অবস্থান করছে ১০ হাজার ৫৪৩.৮০ পয়েন্টে। এছাড়া সার্বিক সূচক সিএএসপিআই ৬৭.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫১৭.৫১ পয়েন্টে। এ দিন সিএসইতে ৩১৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, দর কমেছে ১৫৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০টির।

দিন শেষে সিএসইতে ৮৮ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৫ কোটি টাকার বেশি কম।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়