ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিএসইর মূল মার্কেটে ফিরেই সর্বোচ্চ দামে ৪ কোম্পানি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ১৩ জুন ২০২১  
ডিএসইর মূল মার্কেটে ফিরেই সর্বোচ্চ দামে ৪ কোম্পানি

প্রায় এক যুগ ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে থাকার পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটে ফিরেছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস ও মুন্নু ফেব্রিকস। রোববার (১৩ জুন) কোম্পানিগুলো ডিএসইর মূল মার্কেটে লেনদেন শুরু করেছে। দীর্ঘদিন পর মূল মার্কেটে ফিরেই লেনদেনর প্রথম দিন কোম্পানিগুলোর শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, মূল মার্কেটে কোম্পানিগুলোর ‘জেড’ ক্যাটাগরিভুক্ত হয়ে লেনদেন শুরু হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার এ চার কোম্পানির শেয়ারের দাম ১০ শতাংশ করে বেড়েছে। লেনদেনে শেষে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার ৫৫ টাকায়, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার ১৭.৬০ টাকায়, তমিজউদ্দিন টেক্সটাইল মিলসের শেয়ার ১৩.২০ টাকায় ও মুন্নু ফেব্রিকসের শেয়ার ১১ টাকায় দাঁড়িয়েছে।

এদিকে, ওই চার কোম্পানির মধ্যে তিনটির আর্থিক অবস্থা চলতি হিসাব বছরের ৯ মাসে (জুলাই, ২০২০-মার্চ, ২০২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। তবে তা সত্ত্বেও কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে। এর মধ্যে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের ৯৪ শতাংশ, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৮৮ শতাংশ ও মুন্নু ফেব্রিকসের ৩৩ শতাংশ শেয়ারপ্রতি আয় কমেছে। তবে শুধুমাত্র তমিজ টেক্সটাইলের ইপিএস ২১ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের ট্রেডিং কোড- ‘MONOSPOO’ ও কোম্পানি কোড- ‘১৯৫০৫’। পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের ট্রেডিং কোড- ‘PAPERPROC’ ও কোম্পানি কোড- ‘১৯৫০৬’। তমিজউদ্দিন টেক্সটাইল মিলসের ট্রেডিং কোড- ‘TAMIJTEX’ ও কোম্পানি কোড- ‘১৭৪১৯’। মুন্নু ফেব্রিকসের ট্রেডিং কোড- ‘MONNOFABR’ ও কোম্পানি কোড- ‘১৭৪৩৯’।

প্রসঙ্গত, ডিএসইতে লেনদেন শুরু হওয়া চারটি কোম্পানির মধ্যে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং ও মুন্নু ফেব্রিকস চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল মার্কেটে লেনদেন করছে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়