ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সূচকের পতন, লেনদেন কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১৪ জুন ২০২১  
সূচকের পতন, লেনদেন কমেছে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে এ দিন দেশের উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৩.৬১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৮৩ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৯.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ২৮৪.৫৮ পয়েন্টে ও ২ হাজার ১৭২.৯৭ পয়েন্টে।

ডিএসইতে এ দিন ১ হাজার ৭৩১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩১৭ কোটি ১৪ লাখ টাকা কম।

দিন শেষে ডিএসইতে ৩৭২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, দর কমেছে ২৫৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১টির।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএসইএক্স ৩৭.৭৮ পয়েন্টে কমে অবস্থান করছে ১০ হাজার ৫১৭.০৬ পয়েন্টে। এছাড়া, সার্বিক সূচক সিএএসপিআই ৬১.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪৬৬.৮১ পয়েন্টে। এ দিন সিএসইতে ৩০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, দর কমেছে ১৯৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২২টির।

দিন শেষে সিএসইতে ৭৯ কোটি ৫৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকার বেশি কম।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়