ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দাম কমার শীর্ষে খান ব্রাদার্স

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ১৪ জুন ২০২১  
দাম কমার শীর্ষে খান ব্রাদার্স

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ জুন) কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার ও ইউনিটের দাম সবচেয়ে কমেছে। ফলে কোম্পানিটি শেয়ারের দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, রোববার (১৩ জুন) লেনদেন শেষে খান ব্রাদার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০ টাকা ৫০ পয়সা। সোমবার (১৪ জুন) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর কমে দাঁড়ায় ৯ টাকা ৭০ পয়সায়। ফলে কোম্পানিটির শেয়ারের দাম ৮০ পয়সা বা ৭.৬১ শতাংশ কমেছে।

এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিংয়ের ৫.৮৮ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৫.৭৫ শতাংশ, জেনারেশন নেক্সটের ৫.৩৫ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৫.১৭ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৫.১৭ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ৫ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৪.৮৪ শতাংশ, গোল্ডেন সনের ৪.৭৯ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৯ শতাংশ দাম কমেছে।

ঢাকা/এনটি/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়