ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আর্থিক অনিয়মে বানকো সিকিউরিটিজের কার্যক্রম বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ১৫ জুন ২০২১   আপডেট: ১০:৩৩, ১৫ জুন ২০২১
আর্থিক অনিয়মে বানকো সিকিউরিটিজের কার্যক্রম বন্ধ

আর্থিক অনিয়মের কারণে স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ হাউজ বানকো সিকিউরিটিজের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।  

ডিএসই সোমবার (১৪ জুন) পর্ষদ সভায় ব্রোকারেজ হাউজ বন্ধের সিদ্ধান্ত নেয়। 

ডিএসই সূত্রে জানা গেছে, বানকো সিকিউরিটিজের গ্রাহকদের হিসাবে ৬০ কোটি টাকার ঘাটতি পেয়েছে ডিএসই। যা ঝুঁকিপূর্ণ মাত্রা অতিক্রম করে। ফলে ব্রোকারেজ হাউজটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ডিএসই।

ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, ‘ব্রোকারেজ হাউজটির বিরুদ্ধে তদন্ত চলছে। কী ধরনের অনিয়ম হয়েছে তা তদন্ত শেষে বলা যাবে।’

তিনি আরও বলেন, ‘সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করার কথাও চিন্তা করছে ডিএসই।’

বানকো সিকিউরিটিজের অনিয়মের সঙ্গে জড়িতরা যাতে দেশ ছেড়ে যেতে না পারে, সে লক্ষ্যে কমিশন সরকারের দায়িত্বরত বিভাগে যোগাযোগ করবে বলেও জানা গেছে।

ঢাকা/এনএফ/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়