ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সোনালী লাইফের আইপিওর শেয়ার বণ্টন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ২১ জুন ২০২১  
সোনালী লাইফের আইপিওর শেয়ার বণ্টন

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের প্রো-রাটার ভিত্তিতে বণ্টন করা হয়েছে।

সোমবার (২১ জুন) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের ভবনের ট্রেনিং একাডেমিতে স্টক এক্সচেঞ্জের ইলেক্ট্রনিক সাবক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে এ শেয়ার বণ্টন করা হয়। 

অনুষ্ঠানে ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন পাটওয়ারী, প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. জিয়াউল করিম, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এম. সাইফুর রহমান মজুমদার, প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো.  আব্দুল লতিফ এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাশেদ বিন আমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মো. রবিউল ইসলাম এক প্রেজেন্টেশনের মাধ্যমে ইএসএস এর কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন। পরবর্তীতে তিনি প্রো-রাটার ভিত্তিতে শেয়ার বণ্টনের জন্য ইএসএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করেন। সফটওয়্যারটি আইপিও’র চাঁদা প্রদানকারী সকলের মধ্যে শেয়ার বরাদ্দ নিশ্চিত করে। কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে মোট ৩৬.৪৫ গুণ সাবসক্রিপশন (ভ্যালিড) হয়।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আইপিও আবেদন গত ৩ জুন শেষ হয়। আইপিও নতুন নীতিমালায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাধারণ বিনিয়োগকারীরা প্রতি ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে ১৭টি শেয়ার, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রতি ১০ হাজার টাকার বিপরীতে ২২টি শেয়ার ও প্রবাসী বিনিয়োগকারীরা প্রতি ১০ হাজার টাকার বিপরীতে ৩৩টি শেয়ার বরাদ্দ পেয়েছেন। 

এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়