ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কারণ ছাড়াই বাড়ছে ৫ কোম্পানির শেয়ার দর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ২২ জুন ২০২১  
কারণ ছাড়াই বাড়ছে ৫ কোম্পানির শেয়ার দর

কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই বাড়ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির শেয়ারের দাম। কোম্পানিগুলোর পক্ষ থেকে ডিএসইকে এ তথ‌্য জানানো হয়েছে। এ পাঁচটি কোম্পানির মধ্যে আছে ওভার দ্য কাউন্টার (ওটিসি) থেকে মূল মার্কেটে ফেরা তিনটি কোম্পানি।

কোম্পানিগুলো হলো—বাংলাদেশ মনোস্পুল পেপার, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, তমিজউদ্দিন টেক্সটাইল, ম্যাকসন্স স্পিনিং ও প্রাইম টেক্সটাইল।

আলোচ্য কোম্পানিগুলোর শেয়ার দর বেশ কিছুদিন ধরেই অস্বাভাবিকভাবে বাড়ছে। দর বাড়ার বিষয়ে ব্যাখ্যা দিতে কোম্পানিগুলোকে গত ২১ জুন নোটিশ দেয় ডিএসই। নোটিশের জবাবে কোম্পানিগুলো জানায়, দর বাড়ার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। কারণ ছাড়াই কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে।

এদিকে, বাংলাদেশ মনোস্পুল পেপারের শেয়ার দর গত ১৩ জুন ছিল ৫৫ টাকা। ২২ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১০৬ টাকা ৯০ পয়সায়। সাত কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫১ টাকা ৯০ পয়সা বা ৯৪ শতাংশ।

পেপার প্রসেসিংয়ের শেয়ার দর গত ১৩ জুন ছিল ১৭ টাকা ৬০ পয়সা। ২২ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩৩ টাকা ৯০ পয়সায়। ফলে এই সাত কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬ টাকা ৩০ পয়সা বা ৯৩ শতাংশ।

তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর গত ১৩ জুন ছিল ১৩ টাকা ২০ পয়সা। ২২ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৫ টাকা ৪০ পয়সায়। ফলে এই ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১২ টাকা ২০ পয়সা বা ৯২ শতাংশ।

ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ার দর গত ১৪ জুন ছিল ১৬ টাকা ৪০ পয়সা। ২২ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২১ টাকা ১০ পয়সায়। ছয় কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ২৯ শতাংশ বেড়েছে।

প্রাইম টেক্সটাইলের শেয়ার দর গত ১৪ জুন ছিল ১৮ টাকা ৬০ পয়সা। ২২ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২২ টাকা ২০ পয়সায়। সাত কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা বা ১৯ শতাংশ বেড়েছে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়