ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

এজিএমে এমটিবির ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ২৫ জুন ২০২১  
এজিএমে এমটিবির ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

এজিএমে শেয়ারহোল্ডাররা ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ঘোষিত ১০ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। একইসঙ্গে বার্ষিক প্রতিবেদনসহ সকল এজেন্ডা অনুমোদন করা হয় সভায়।

এজিএমে জানানো হয়, ২০২০ সালে এমটিবি’র কর পরবর্তী নিট মুনাফা হয় ৯৭ কোটি ৩ লাখ ৯ হাজার টাকা। আর এমটিবি’র শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৩১ টাকা। পূর্বের বছরের তুলনায় ২০২০ সালের শেষে ব্যাংকের মোট সম্পদ বৃদ্ধি পায় ৪.৮১ শতাংশ, আমানতের পরিমাণ লোপ পায় ০.৪৩ শতাংশ, ঋণ-অগ্রিম বৃদ্ধি পায় ৭.৪৬ শতাংশ। মূলধন পর্যাপ্ততার হার (ক্যাপিটাল এডিক্যুয়েসি রেশিও) ১২.৯২ শতাংশ।
বর্তমানে দেশব্যাপী বিস্তৃত এমটিবি নেটওয়ার্ক-এর আওতায় ১১৮টি শাখা, ৩২টি উপ-শাখা, ৩১২টি এটিএম বুথ সহ ৬টি সিআরএম বুথ, ৪টি এয়ার লাউঞ্জ, ১৮টি কিয়স্ক, ১৬৪টি এজেন্ট ব্যাংকিং সেন্টার, ৩,২২০টি পয়েন্ট অব সেল (পিওএস), এসএমএস, ইন্টারনেট ব্যাংকিং এবং ২৪/৭ কণ্ট্যাক্ট সেন্টারের মাধ্যমে প্রতিনিয়ত গ্রাহক সেবা দিয়ে আসছে।

ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত এজিএমে এমটিবির গ্রুপ চেয়ারম্যান মো. ওয়াকিল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমটিবি’র ভাইস চেয়ারম্যান, মো. আব্দুল মালেক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সৈয়দ মঞ্জুর এলাহী, পরিচালকবৃন্দ, হেদায়েত উল্লাহ, রাশেদ আহমেদ চৌধুরী, ড. আরিফ দৌলা, এম. এ. রউফ জেপি, প্রকৌশলী মো. ওমর ফারুক (খাজা নারগিস হোসেনের প্রতিনিধি), আনিকা চৌধুরী, ড্যানিয়েল ডে ল্যাঞ্জ এবং তারিক উর রহমান, স্বতন্ত্র পরিচালক, নাসরিন সাত্তার ও ফারুক আহমেদ সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, কোম্পানি সেক্রেটারি, মালিক মুনতাসির রেজা, গ্রুপ প্রধান অর্থ কর্মকর্তা, মোহাম্মদ আমিনুল হকসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

ঢাকা/এনটি/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়