ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাজার মূলধন বেড়েছে ৩ হাজার কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ২৬ জুন ২০২১   আপডেট: ১১:৪৮, ২৬ জুন ২০২১
বাজার মূলধন বেড়েছে ৩ হাজার কোটি টাকা

দেশের পুঁজিবাজার গত সপ্তাহে লেনদেন ও সূচক বেড়েছে। এ সময় বাজার মূলধন বেড়েছে ৩ হাজার কোটি টাকার বেশি।

শনিবার (২৬ জুন) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ‌্য মতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৮ হাজার ১৩৪ কোটি ৮২ লাখ ৪৭ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৫ লাখ ১০ হাজার ৬৩৮ কোটি ৭৬ লাখ ১৮ হাজার টাকা।এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৫০৩ কোটি ৯৩ লাখ ৭১ হাজার টাকা বা দশমিক ৪৯ শতাংশ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৩৫ হাজার ৭৯ কোটি ৮৪ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে তা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৬৬৯ কোটি ৮৮ লাখ টাকা। আলোচ্য সময়ে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ৫৯০ কোটি টাকার বেশি। পুরো পুঁজিবাজারে বা দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার কোটি টাকার বেশি।

গেলো সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৫২৪ কোটি ২৯ লাখ ১৮ হাজার টাকা। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৯ হাজার ৭৯৮ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার টাকা। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন কমেছে ২৭৪ কোটি ৩৮ লাখ ৭৯ হাজার টাকা বা ২.৮০ শতাংশ।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ৫৬০ কোটি ৮৭ লাখ ৬২ হাজার টাকা। আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ৪৪৪ কোটি ৮৪ লাখ ৮ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন ১১৬ কোটি ৩ লাখ ৫৪ হাজার টাকা বেড়েছে।  

গেলো এক সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করছে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৭৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ২২৪টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ টির শেয়ার ও ইউনিট দর।

গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৫৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৪৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬২২ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১০৬ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে গত সপ্তাহে ৩৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১৯২ টির, কমেছে ১৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০ টির শেয়ার ও ইউনিট দর।

ঢাকা/এনএফ/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়