Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৭ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ১২ ১৪২৮ ||  ১৭ সফর ১৪৪৩

ডিএসইর লেনদেনে বেক্সিমকোর অবদান ৬.৮৭ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ২৬ জুন ২০২১  
ডিএসইর লেনদেনে বেক্সিমকোর অবদান ৬.৮৭ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেনের সেরা স্থানটিতে রয়েছে বেক্সিমকো। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে বেক্সিমকোর অবদান ছিল ৬.৮৭ শতাংশ।

সাপ্তাহিক লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সপ্তাহে বেক্সিমকোর ৬৫৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯২.৭০ টাকায় বেচাকেনা হয়েছে।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে ৩.৮৬ শতাংশ অবদান রেখেছে। কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ৩৬৭ কোটি ২১ লাখ ৮৯ হাজার টাকা। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৭০.৭০ টাকায় বেচাকেনা হয়েছে।
 
গত সপ্তাহে লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল ন্যাশনাল ফিড মিল লিমিটেড। কোম্পানিটির ২৩০ কোটি ৬৮ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ডিএসইর মোট লেনদেনে ২.৪২ শতাংশ ভূমিকা রেখেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৪০.৩০ টাকায় বেচাকেনা হয়েছে।

গত সপ্তাহে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, ওরিয়ন ফার্মা, কাট্টালি টেক্সটাইল, ফরচুন সুজ, ড্রাগন সোয়েটার এবং কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়