ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘করোনায় যারা গরিব হয়েছেন, তাদের সহায়তা দেওয়া হবে’

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ২৬ জুন ২০২১  
‘করোনায় যারা গরিব হয়েছেন, তাদের সহায়তা দেওয়া হবে’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ফাইল ফটো)

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘দেশে করোনা পরিস্থিতিতে যারা গরিব হয়েছেন, তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। বিষয়টি প্রধানমন্ত্রী নিজে দেখভাল করছেন।’

শনিবার (২৬ জুন) দুপুরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপ অনুযায়ী, করোনার কারণে দেশে নতুন করে ৬ কোটির বেশি মানুষ দরিদ্র হয়েছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আমরা গরিবদের সাহায্য করে থাকি। তাদের ক্যাশ ট্রান্সফার করা হয়ে থাকে। আমার বিশ্বাস, যারা গরিব, তাদের আমরা আইডেন্টিফাই (চিহ্নিত) করতে পারব। আইডেন্টিফায়েড যারা, তাদের তো অবশ্যই সাহায্য করা হবে। তবে এই ৬ কোটি দরিদ্রের সংখ্যাটি আমার কাছে এখনও আসেনি। কাজেই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।’

সোমবার থেকে সর্বাত্মক লকডাউন আসছে, গরিবদের জন্য বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়টির জন্য আমাদের আলাদা একটি কমিটি আছে। প্রধানমন্ত্রী এটি দেখাশোনা করেন। আমার বিশ্বাস, যে বিষয়গুলো বলছেন, অবশ্যই এগুলো আমরা দেখব।’

পরিকল্পনামন্ত্রী একটি ওয়েবিনারে বলেছেন, বাজেট পলিশিং করা দরকার, এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আপনারা যেমন বোঝেননি, আমিও তেমন বুঝিনি। পরিকল্পনামন্ত্রীকে এটি জিজ্ঞেস করতে হবে, তিনি কী মিন করেছেন। বাজেটের ব্যাপারে তার যে মতামত, সেগুলো তো আমরা আগেই পেয়েছি। এখন তিনি আবার নতুন করে কী ভাবছেন, আমি জানি না। বাজেট আমাদের সামনেই আছে, বাজেট সবার জন্য উন্মুক্ত। সবাই বাজেটের বিষয়গুলো বিবেচনা করছেন এবং পর্যালোচনাও করছেন। পরিকল্পনামন্ত্রী কিসের ভিত্তিতে এ মন্তব্য করেছেন আমি জানি না। এটা না জানা পর্যন্ত কোনো মন্তব্য করতে চাই না।’

পোশাক রপ্তানিকারকদের প্রণোদনার টাকা পরিশোধের সময় বাড়ানোর আবেদন বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে আপনাদের জানানো হবে। এটি নিয়ে কাজ হচ্ছে। দেখা যাক, শেষ পর্যন্ত কী করা যায়।’

ভূ-মধ্যসাগর থেকে বিদেশগামী বাংলাদেশিদের উদ্ধার করা হয়েছে। দেশে ব্যাপক উন্নতির পরও তারা কেন অবৈধভাবে বিদেশে যাচ্ছে? এটা কি দেশের ইমেজের জন্য ক্ষতিকর নয়? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘শুধু বাংলাদেশের মানুষ না, সেখানে অন্যান্য দেশের মানুষ আছে। দেখে-শুনে কেন তারা এই ঝুঁকি নিচ্ছেন, সেটা আমার নিজেরও জানতে ইচ্ছে হয়।’

তিনি বলেন, ‘এখন তো বৈধভাবে যাওয়ার সুযোগ আছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বার বার সতর্ক করছে, যাতে কেউ অবৈধভাবে বিদেশ পাড়ি না জমায়। তারপরও এমন ঘটনা ঘটছে।’

ঢাকা/হাসনাত/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়