ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিদ্যমান নিয়মেই চলবে ব্যাংকের লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ২৭ জুন ২০২১  
বিদ্যমান নিয়মেই চলবে ব্যাংকের লেনদেন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার আগামী তিন দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে। এ সময় ব্যাংক লেনদেনের সময়সূচিতে কোনো পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিদ্যমান নিয়মেই চলবে ব্যাংকের কার্যক্রম। 

এ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম রোববার (২৭ জুন) রাতে রাইজিংবিডিকে বলেছেন, ‘ব্যাংকগুলোর জুন ক্লোজিংয়ের সময় এখন। তাই, ব্যাংকের কার্যক্রমের সময়সূচি পরিবর্তন করার কোনো সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় ব্যাংক। তবে, লকডাউনের মেয়াদ বাড়লে জুন শেষে আমরা এ বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবো।’

বিদ্যমান নিয়ম অনুযায়ী এখন ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত চলছে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রমের জন্য বিকেল ৫টা পর্যন্ত ব্যাংক খোলা থাকছে। একই নিয়মে চলবে ব্যাংকের কার্যক্রম।

এদিকে, মন্ত্রিপরিষদের এক প্রজ্ঞাপনে আগামীকাল সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় সারা দেশে গণপরিবহন বন্ধ থাকবে। শুধু পণ্যবাহী যানবাহন এবং রিকশা চলবে।

প্রজ্ঞাপনের পরপরই ব্যাংক লেনদেনের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক তাদের সিদ্ধান্ত জানায়।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়