ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ন্যাশনাল ব্যাংকের পর্ষদ থেকে বাদ পড়ছেন রিক হক সিকদার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ২৯ জুন ২০২১  
ন্যাশনাল ব্যাংকের পর্ষদ থেকে বাদ পড়ছেন রিক হক সিকদার

রিক হক সিকদার (ফাইল ফটো)

ন্যাশনাল ব্যাংকের পরিচালক পদে থাকতে পারছেন না রিক হক সিকদার। ঋণ খেলাপি হওয়ায় ব্যাংকটির পরিচালক পদে তাকে অনুমোদন দেয়নি কেন্দ্রীয় ব্যাংক। ফলে ব্যাংকটির পর্ষদ থেকে বাদ পড়ছেন তিনি।

মঙ্গলবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম রাইজিংবিডিকে জানান, পরিচালক পদে মেয়াদ বাড়ানোর জন্য ন্যাশনাল ব্যাংক প্রস্তাব পাঠায়। কিন্তু তাতে সম্মতি দেইনি কেন্দ্রীয় ব্যাংক। 

জানা গেছে, ২০২০ সালের অক্টোবরে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় রিক হক সিকদার পদত্যাগ করার পর নতুন পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়। পরে নিয়মানুযায়ী তা কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়। কেন্দ্রীয় ব্যাংক রিক হক সিকদারের ঋণের মান যাচাই করে। এতে কেন্দ্রীয় ব্যাংক দেখতে পায় তিনি ঋণ খেলাপি। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ঋণ খেলাপি হলে ব্যাংকের পরিচালক পদে থাকার যোগ্যতা হারায়। এ কারণে তাকে পরিচালনা পর্ষদে থাকার অনুমোদন দেয়নি বাংলাদেশ ব্যাংক। তবে ঋণ নিয়মিত হলে রিক হক সিকদারের পরিচালক পদ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়