ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

অগ্রণী ব্যাংকে রেমিট্যান্স পাঠালে অতিরিক্ত প্রণোদনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ৪ জুলাই ২০২১   আপডেট: ২০:২৯, ৪ জুলাই ২০২১
অগ্রণী ব্যাংকে রেমিট্যান্স পাঠালে অতিরিক্ত প্রণোদনা

প্রবাসী আয় বাড়াতে কাজ করে যাচ্ছে অগ্রণী ব্যাংক। সেই লক্ষ্যে এই ব্যাংকে রেমিট্যান্স পাঠালে সরকার ঘোষিত ২ শতাংশ প্রণোদনার পাশাপশি আরও ১ শতাংশ বোনাস পাবেন প্রবাসীরা। অর্থাৎ রেমিট্যান্স অগ্রণী  ব্যাংকে পাঠালেই গ্রাহক ৩ শতাংশ প্রণোদনা পাবে। 

রোববার (৪ জুলাই) অগ্রণী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক-১ রফিকুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, রেমিট্যান্স পাঠালে একজন গ্রাহক ২ শতাংশ প্রণোদনা পাবেন। কিন্তু অগ্রণী   ব্যাংকে পাঠালে আরেও ১ শতাংশ বোনাস পাবেন। গ্রাহকদের সুবিধার্থে ব্যাংক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, গত জুনের ২৮ তারিখ পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা ১৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।  গত অর্থবছরের ওই সময় পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৫৮ কোটি ৯০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ৯ হাজার কোটি টাকার বেশি)। 

/এনএফ/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়