Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৭ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ১২ ১৪২৮ ||  ১৭ সফর ১৪৪৩

এমারেল্ড ওয়েলে বিনিয়োগ করবে জাপানি প্রতিষ্ঠান 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ৫ জুলাই ২০২১  
এমারেল্ড ওয়েলে বিনিয়োগ করবে জাপানি প্রতিষ্ঠান 

রাইস ব্র্যান ওয়েল উৎপাদন করতো পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ। দীর্ঘ দিন বন্ধ থাকার পর কোম্পানিটির পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বর্তমান পর্ষদ কোম্পানির উৎপাদনে যাওয়ার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে জাপান ভিত্তিক মিনোরি বাংলাদেশ এমারেল্ড ওয়েলে বিনিয়োগ করতে এগিয়ে আসছে।

এদিকে, এমারেল্ড অয়েলের বিনিয়োগ করার লক্ষ্যে কোম্পানিটির পর্ষদে সিদরাতুল মাহাবুবকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে মিনোরি বাংলাদেশ। কোম্পানিটির প্রায় ৮ শতাংশ শেয়ার কেনার পরে এই নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম গণমাধ্যমকে জানান, মিনোরি বাংলাদেশ এমারেল্ড অয়েলের বাণিজ্যিক কার্যক্রম শুরু করার লক্ষ্যে ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে।

এর আগে গত ২ মার্চ এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বিএসইসি। ৪ বছর ধরে উৎপাদন বন্ধ থাকা কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকদের বাদ দিয়ে নতুন ৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। এমারেল্ড অয়েলের জন্য বিএসইসির মনোনীত স্বতন্ত্র পরিচালক হলেন- সরকারের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, ড. প্রশান্ত কুমার বেনার্জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম সারওয়ার, সজিব হোসাইন এবং সহকারী অধ্যাপক ড. সন্তুষ কুমার দেব। এর মধ্যে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে সরকারের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়