ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দনিয়া শাখায় লেনদেন বন্ধ, ভোগান্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৫ জুলাই ২০২১   আপডেট: ১৩:২৯, ৫ জুলাই ২০২১
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দনিয়া শাখায় লেনদেন বন্ধ, ভোগান্তি

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দনিয়া শাখায় বিদ্যুৎ নেই। ফলে লেনদেনে বিঘ্ন সৃষ্টি হয়েছে। গ্রাহকরা পড়েছেন ভোগান্তিতে। 

সোমবার (৫ জুলাই) দুপুরে ব্যাংকের ওই শাখার কর্মকর্তারা জানান, আজ বেলা ১১টা থেকে বিদ্যুৎ নেই। পরবর্তীতে ব্যাংকের নিজস্ব জেনারেটর দিয়ে কিছু সময় লেনদেন চালানো হয়। একপর্যায়ে জেনারেটর বন্ধ হয়ে যাওয়ায় দনিয়া শাখার লেনদেন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দনিয়া শাখার ম্যানেজার মো. কাইউম রাইজিংবিডিকে বলেন, ‘সকালে লেনদেন শুরু করার ঘণ্টা খানেক পর বিদ্যুৎ চলে গেছে। আমরা বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা যত দ্রুত সম্ভব বিদ্যুতের সমস্যার সমাধান করবে বলে জানিয়েছেন।’

সুমন হাওলাদার নামের একজন গ্রাহক বলেন, ‘লকডাউন এর কারণে অন্য কোনো ব্রাঞ্চে না গিয়ে এখানে টাকা তোলার জন্য এসেছি । বেলা সাড়ে ১১টা থেকে অপেক্ষা করছি। টাকা তুলতে পারিনি।’ 

আকলিমা নামে এক গ্রাহক বলেন, ‘আমি প্রতি মাসে ডিপিএস এর টাকা জমা দেই। আজ জমা দিতে এসে ১২টা থেকে বসে আছি। কখন বিদ্যুৎ আসবে বা কার্যক্রম চলবে কেউ এ বিষয়ে সঠিক তথ্য দিচ্ছে না।’ 

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়