ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিক্রেতা সংকটে ১১ কোম্পানির শেয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ৬ জুলাই ২০২১  
বিক্রেতা সংকটে ১১ কোম্পানির শেয়ার

পুঁজিবাজারে মঙ্গলবার (৬ জুলাই) সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। এমন পরিস্থিতিতে ১১টি কোম্পানির শেয়ার দর বেড়ে যাওয়ায় পর বিক্রেতারা সেগুলো বিক্রি করতে আগ্রহ হারিয়েছে। শেষ পর্যন্ত লেনদেন চলাকালীন সময়ে এসব কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটেই পড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানির শেয়ার দর বেড়ে বিক্রেতা সংকটে পড়েছে সেগুলো হচ্ছে, ফারইস্ট ফাইন্যান্স, পেপার প্রসেসিং, সোনালী লাইফ, এফএএস ফাইন্যান্স, তমিজউদ্দিন টেক্সটাইল, এপোলো ইস্পাত, প্রিমিয়ার লিজিং, তুংহাই নিটিং, আইসিবি ইসলামকি ব্যাংক, বিআইএফসি এবং তাল্লু স্পিনিং লিমিটেড।

জানা গেছে, সোমবার ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর ছিল ৫ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৫.৫০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ০.৫০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

পেপার প্রসেসিং: গতকাল কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৫.৫০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৭২ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ৬.৫০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স: গতকাল কোম্পানিটির শেয়ার দর ছিল ১২.১০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১৩.৩০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ১.২০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।

এফএএস ফাইন্যান্স: গতকাল কোম্পানিটির শেয়ার দর ছিল ৭.১০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৭.৮০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে।

তমিজউদ্দিন টেক্সটাইল: গতকাল কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৮.৯০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৫৩.৭০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ৪.৮০ টাকা বা ৯.৮১ শতাংশ বেড়েছে।

এপোলো ইস্পাত: গতকাল কোম্পানিটির শেয়ার দর ছিল ৯.২০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১০.১০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ০.৯০ টাকা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে।

প্রিমিয়ার লিজিং: গতকাল কোম্পানিটির শেয়ার দর ছিল ৯.২০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১০.১০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ০.৯০ টাকা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে।

তুংহাই নিটিং: গতকাল কোম্পানিটির শেয়ার দর ছিল ৫.৩০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৫.৮০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ০.৫০ টাকা বা ৯.৪৩ শতাংশ বেড়েছে।

আইসিবি ইসলামিক ব্যাংক: গতকাল কোম্পানিটির শেয়ার দর ছিল ৪.৩০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৪.৭০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ০.৪০ টাকা বা ৯.৩০ শতাংশ বেড়েছে।

বিআইএফসি: গতকাল কোম্পানিটির শেয়ার দর ছিল ৫.৫০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৬ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ০.৫০ টাকা বা ৯.০৯ শতাংশ বেড়েছে।

তাল্লু স্পিনিং: গতকাল কোম্পানিটির শেয়ার দর ছিল ৭.৭০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৮.৪০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৯.০৯ শতাংশ বেড়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার এক পর্যায়ে বিক্রেতা সংকটে পড়েছে।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়