Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৭ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ১২ ১৪২৮ ||  ১৭ সফর ১৪৪৩

সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ১০ জুলাই ২০২১  
সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৫ থেকে ৮ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারের দাম বেড়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষে সোনালী লাইফের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১১ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ৫ টাকা বা ৪৫.৪৫ শতাংশ বেড়েছে।

এদিক, ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রেনউইক যজ্ঞেশ্বরের ৩১.১১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২৬.৯৮ শতাংশ, আমান ফিডের ২৪.৩৪ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ২৪.১৫ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ২১.৪৩ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেসের ১৯.৫৩ শতাংশ, বিকন ফার্মার ১৯.০৯ শতাংশ, আইটি কনসালটেন্টসের ১৮.৫৬ শতাংশ ও সিলকো ফার্মার ১৮.৩৯ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়