ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ঈদের আগে দোকান খোলার আগ্রহ নেই: মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ১১ জুলাই ২০২১   আপডেট: ১৯:১২, ১১ জুলাই ২০২১
ঈদের আগে দোকান খোলার আগ্রহ নেই: মালিক সমিতি

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলাকালে কিংবা আসন্ন ঈদ উপলক্ষে দোকান খোলার আগ্রহ নেই দোকান মালিক সমিতির। তবে সরকারের পক্ষ থেকে নির্দেশনা থাকলে ব্যবসায়ীরা দোকান খুলবেন বলে জানা গেছে।

ব্যবসায়ী নেতারা বলছেন, ঈদের বাকি আর কয়েকদিন। লকডাউনের সময়সীমা এখনো শেষ হয়নি।   কবে শেষ হবে তা এখনি বলা যাচ্ছে না।  এজন্য দোকান মালিকরা প্রতিষ্ঠান খোলার আগ্রহ দেখাচ্ছেন না।

এ বিষয়ে এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন রাইজিংবিডিকে বলেন, ঈদ ঘনিয়ে আসলেও করোনা মহামারি নিয়ন্ত্রণে আসছে না। সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। ইতিমধ্যে দোকান মালিকদের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। দীর্ঘদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ ব্যবসায়ীরা। এখন ঈদে দুই-একদিনের জন্য খোলার আগ্রহ নাই।

সরকার অনুমতি দিলে প্রতিষ্ঠান খোলা হবে বলে তিনি জানান। তবে রোজার ঈদের মতো এই ঈদে ব্যবসায়ীদের পক্ষ থেকে দোকান খোলার বিষয়ে মালিক সমিতির পক্ষ থেকে কোনো দাবি নাই বলে তিনি জানিয়েছেন।

এর আগে গত রোজার ঈদে লকডাউনের মধ্যে শর্ত সাপেক্ষে দোকানপাট, শাপিংমল খোলার অনুমতি দিয়েছিল সরকার।

/শিশির/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়