ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ১২ জুলাই ২০২১   আপডেট: ১৫:২৬, ১২ জুলাই ২০২১
ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১২ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। এছাড়া, উভয় শেয়ারবাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২০৮.৩৯ পয়েন্টে। তবে, ডিএসইর শরিয়া সূচক ৫.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৬.৮২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১০.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৫৯.০৪ পয়েন্টে।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ৫৯৯ কোটি ২১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১০৭ কোটি ৩০ লাখ টাকা বেশি। লেনদেন শেষে ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৯টির, দর কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত আছে ২৭টির।

এদিকে, সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ২১.৯৮ পয়েন্টে বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৮৩২.৭৯ পয়েন্টে। এছাড়া, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৫.৯৮ পয়েন্টে।

এদিন সিএসইতে ৩০৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত আছে ২৬টির।

সিএসইতে ৬২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা কম।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়