ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিক্রেতা সংকটে ৪ কোম্পানির শেয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১৩ জুলাই ২০২১  
বিক্রেতা সংকটে ৪ কোম্পানির শেয়ার

পুঁজিবাজারে মঙ্গলবার (১৩ জুলাই) সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন শুরু হয়েছে। এদিন লেনদেন শুরুর পর দর বেড়ে যাওয়ায় চার কোম্পানির শেয়ারে বিক্রেতা সংকট দেখা দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

যেসব কোম্পানির শেয়ারে বিক্রেতা সংকট দেখা দিয়েছে সেগুলো হচ্ছে—তমিজউদ্দিন টেক্সটাইল, পেপার প্রসেসিং, এনআরবিসি ব্যাংক এবং তুংহাই নিটিং।

তমিজউদ্দিন টেক্সটাইল: সোমবার এ কোম্পানির শেয়ারের দর ছিল ৭১.৩০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৭৮.৪০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ৭.১০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।

পেপার প্রসেসিং: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ৯৫.৮০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১০৫.৩০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ৯.৫০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।

এনআরবিসি ব্যাংক: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ২৬.৯০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ২৯.৫০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ২.৬০ টাকা বা ৯.৬৬ শতাংশ বেড়েছে।

তুংহাই নিটিং: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ৬.৬০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৭.২০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ০.৬০ টাকা বা ৯.০৯ শতাংশ বেড়েছে।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়