ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন নজরদারী করবে বিএসইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ১৪ জুলাই ২০২১  
সোনালী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন নজরদারী করবে বিএসইসি

পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন কার্যক্রম নজরদারী করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে একটি পরিদর্শক কর্মকর্তা নিয়োগ দিয়েছে কমিশন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির লেনদেন কার্যক্রম নজরদারী করে পরিদর্শক কর্মকর্তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে বিএসইসিতে দাখিল করবেন।

পুঁজিবাজারে তালিকাভুক্তির পর গত ৮ জুলাই শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। লভ্যাংশ ঘোষণার পরের দিন ১২ জুলাই কোম্পানিটির শেয়ার দর ওঠা নামার কোনো সীমা ছিল না। ফলে ওই দিন কোম্পানিটির শেয়ার দর এক লাফে ৭০.৫০ টাকা বা ৪৪০ শতাংশ বেড়েছে। তালিকাভুক্তির পর কোম্পানির শেয়ার দর সর্বোচ্চ ৯৩.৫০ টাকায় লেনদেন হয়েছে।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়