ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নতুন প্রকল্পে বিনিয়োগ করবে এনভয় টেক্সটাইল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ১৫ জুলাই ২০২১  
নতুন প্রকল্পে বিনিয়োগ করবে এনভয় টেক্সটাইল

শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলের পরিচালনা পর্ষদ স্পিনিং প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ প্রকল্পের জন্য কোম্পানিটি ১৭৬ কোটি টাকা বিনিয়োগ করবে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এনভয় টেক্সটাইল ময়মনসিংহ জেলার ভালুকার জামিরদিয়ায় ফ্যাক্টরি প্রাঙ্গণে নতুন প্রকল্প স্থাপন করবে।  নতুন এ প্রকল্প থেকে বছরে ৩ হাজার ৭১০ মেট্রিকটন কটন, পলিয়েস্টার, স্প্যানডেক্স কোর ও স্পিন সুতার উৎপাদন করবে।  এতে কোম্পানির খরচ হবে ১৭৬ কোটি ১৯ লাখ টাকা।

এই প্রকল্পের কাজ ২০২২ সালের জুলাই মাসে শেষ হবে। প্রকল্পটি অত্যাধুনিক রিং স্পিনিং উৎপাদন সুবিধাসহ সমস্ত ইউরোপীয় এবং জাপানি মেশিনারির সঙ্গে কনফিগার করা হয়েছে।

প্রকল্পে যে ব্যয় ধরা হয়েছে এর মধ্যে কোম্পানির অবন্টিত মুনাফা থেকে ৫৬ কোটি ১৯ লাখ টাকা বিনিয়োগ করা হবে। আর ব্যাংক ঋণের মাধ্যমে বাকি ১২০ কোটি টাকার সংস্থান করা হবে।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়