ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিএসইর সার্ভারে ত্রুটি: ক্ষতিপূরণ চান বিনিয়োগকারীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ১৮ জুলাই ২০২১  
ডিএসইর সার্ভারে ত্রুটি: ক্ষতিপূরণ চান বিনিয়োগকারীরা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্ভারে ত্রুটির কারণে রোববার (১৮ জুলাই) ১ ঘণ্টা লেনদেন বন্ধ ছিল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিনিয়োগকারীরা। সেজন‌্য ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। সার্ভারের ত্রুটির জন‌্য যেসব কর্মকর্তা দায়ী, তাদের অব্যাহতি বা পদত্যাগ দাবি করেছেন বিনিয়োগকারীরা।

রোববার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর মতিঝিলে ডিএসইর পুরাতন কার্যালয়ের সামনে মানববন্ধনে এ দাবি জানান বিনিয়োগকারীরা। সাধারণ বিনিয়োগকারীদের নিয়ে এ মানববন্ধন করে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

মানববন্ধনে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএসইসি আগেই বলেছে, ডিএসইর আইটিতে সমস্যা আছে, আইটি বিভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে। আবার সার্ভার জটিলতার মাধ্যমে তা প্রমাণ হলো। তাই, কমিশনের কাছে ডিএসইর ম্যানেজমেন্টের পদত্যাগ দাবি করছি। আমরা মনে করি, ম্যানেজমেন্টে ব্যর্থতার কারণে এমনটি হয়েছে।’

তিনি বলেন, ‘বিনিয়োগকারীদের কমিশনের প্রতি আস্থা ও বিশ্বাস আছে। তারা যেভাবে কাজ করে যাচ্ছে, তাতে এ বাজার আরও ভালো হবে। কিন্তু বার বার যদি সার্ভারে সমস্যা হয়, তাহলে বিনিয়োগকারীরা বাজারবিমুখ হবে। পুঁজিবাজারে ফের আস্থার সংকট হবে।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘সার্ভার জটিলতা বার বার কেন হয়, সে বিষয়ে তদন্ত করা উচিত। এর সঙ্গে জড়িতদের শাস্তির পাশাপাশি উন্নত মানের সার্ভার স্থাপনের দাবি জানাই।’

অন‌্য বিনিয়োগকারীরা বলেন, ‘পুঁজিবাজারে লাভের আশায় এসে ২০১০ সালে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর গত ১০ বছর বিনিয়োগকারীরা শুধু লোকসান দিয়ে যাচ্ছে। তবে, বর্তমান কমিশনের নেতৃত্বে পুঁজিবাজার অনেকটা ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু কিছু ষড়যন্ত্রকারী চাচ্ছে, বাজার যেন ভালো না হয়। এর ধারাবাহিকতায় ডিএসইর সার্ভারে সমস্যা হচ্ছে। ডিএসইর আইটি বিভাগকে ঢেলে সাজাতে হবে, যাতে পুঁজিবাজারের অগ্রগতি কেউ বাধাগ্রস্ত করতে না পারে।’

তারা আরও বলেন, ‘বার বার ডিএসইর সার্ভার জটিলতার কারণে লেনদেনে সমস্যা হচ্ছে, মোবাইল অ্যাপসে সমস্যা হচ্ছে। হঠাৎ লেনদেন বন্ধ হয়ে গেলে বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচার মুড নষ্ট হয়ে যায়। তাতে অনেক ক্ষতি হয় বিনিয়োগকারীদের।’

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী বলেন, ‘গত ১০ বছরে দুষ্টচক্র বাজারকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। বর্তমান কমিশনের নেতৃত্বে ধীরে ধীরে বাজার ভালোর দিকে যাচ্ছে। ডিএসই কোটি কোটি টাকা খরচ করে নতুন সার্ভার এনেছে। এত টাকা খরচ করে সার্ভার আনা হলেও কেন তা ডাউন হয়ে যাচ্ছে। একদিকে এ সার্ভার আনতে গিয়ে একটি চক্র অনেক টাকা হাতিয়ে নিয়েছে, অন্যদিকে এখন সার্ভার ডাউন হয়ে ক্ষতিস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা।’

উল্লেখ্য, ডিএসইর সার্ভার জটিলতার কারণে আজ বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন বন্ধ ছিল। পরে সমস্যার সমাধান হলে লেনদেন চালু হয়। বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলে লেনদেন।

এর আগে গত বছরের ১৮ আগস্ট বিকেলে ডিএসইর আপডেট ভার্সনের ওয়েবসাইট উদ্বোধনের পরে ১৯ ও ২০ আগস্ট বড় সমস্যায় পড়েন বিনিয়োগকারীরা। আপডেট সাইটটি খুব ব্যবহারবান্ধব ও রেসপনসিভ হবে বলে জানানো হলেও ওই দুই দিন ভোগান্তি পোহাতে হয়। এ বিষয়ে ২৪ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. মুস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে তদন্ত কমিটি করে বিএসইসি।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়