ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ম্যারিকোর ২০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ২৭ জুলাই ২০২১  
ম্যারিকোর ২০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ। ২০২১ সালের এপ্রিল থেকে জুন ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য আলোচ্য লভ্যাংশ ঘোষণা করা হয়। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণের জন্য আগামী ১৮ আগস্ট কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ।

চলতি হিসাব বছরের এপ্রিল থেকে জুন, ২১ পর্যন্ত ৩ মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪.২৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে আয় হয়েছিল ৩১.৬৪ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির আয় বেড়েছে ২.৬৫ টাকা বা ৮ শতাংশ।

গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৬.২৪ টাকা।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়