Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ১৭ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ২ ১৪২৮ ||  ০৮ সফর ১৪৪৩

রূপালী ইন্স্যুরেন্সের আয় বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ২৯ জুলাই ২০২১  
রূপালী ইন্স্যুরেন্সের আয় বেড়েছে

শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২১) এবং অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১ শতাংশ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ৫১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৪৭ পয়সা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস ৪ পয়সা বা ৮ শতাংশ বেড়েছে।

এদিকে, কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ৯৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৯৫ পয়সা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস ১ পয়সা বা ১ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ১৪ পয়সা।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়