ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের সাথে অটোমেটেড চালান সিস্টেমের চুক্তি স্বাক্ষর এবি ব্যাংকের

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৭, ৩ আগস্ট ২০২১   আপডেট: ০৭:২০, ৩ আগস্ট ২০২১
বাংলাদেশ ব্যাংকের সাথে অটোমেটেড চালান সিস্টেমের চুক্তি স্বাক্ষর এবি ব্যাংকের

দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এবি ব্যাংক লিমিটেড সর্বপ্রথম বাংলাদেশ ব্যাংকের সাথে অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায়, এবি ব্যাংকের সকল শাখায় পাসপোর্ট ফি, ভ্যাট, ট্যাক্স এবং সরকারি অন্যান্য ফি জমা দেওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. ফোরকান হোসেন এবং এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সাজ্জাদ হুসাইন এ চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ.কে.এম মহিউদ্দিন আজাদ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়