Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ১৭ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ২ ১৪২৮ ||  ০৮ সফর ১৪৪৩

জুনে বেড়েছে মূল্যস্ফীতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ৫ আগস্ট ২০২১  
জুনে বেড়েছে মূল্যস্ফীতি

করোনা পরিস্থিতির মধ্যে জুন মাসে মূল্যস্ফীতির হার বেড়ে ৫ দশমিক ৬৪ শতাংশ হয়েছে। গত মাসে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ২৬ শতাংশ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া জুন মাসের ভোক্তা মূল্য সূচকে এ তথ্য জানানো হয়েছে।

বিবিএস জানায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে চলছে লকডাউন। এতে নিত্যপণ্য পরিবহনে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে পণ্য পরিবহন করা সম্ভব হচ্ছে না। এসব কারণে সব খাতেই মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী রয়েছে।

জুন মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৫ দশমিক ৪৫ শতাংশ, যা মে মাসে ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ। হালনাগাদ তথ্য অনুযায়ী, মাছ, মাংস, ব্রয়লার মুরগি, শাক-সবজি, ফল, মসলা, দুগ্ধ জাতীয় ও অন্যান্য খাদ্যসামগ্রীর দাম জুন মাসে বেড়েছে।

জুন মাসে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৪ শতাংশ, যা মে মাসে ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ। প্রসাধন সামগ্রী, জুতা, পরিধেয় বস্ত্র, বাড়িভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি পণ্য, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণ এবং বিবিধ সেবা খাতের মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী হয়েছে।

ঢাকা/হাসিবুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়