Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৮ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১২ ১৪২৮ ||  ২০ রবিউল আউয়াল ১৪৪৩

Risingbd Online Bangla News Portal

ওয়ালটনের পর্ষদ সভা বিকেলে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ১০ আগস্ট ২০২১   আপডেট: ১৫:৪৬, ১০ আগস্ট ২০২১
ওয়ালটনের পর্ষদ সভা বিকেলে

শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ সভা মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হবে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এদিন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা বিকাল ৩টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরবর্তীতে তা পরিচালনা পর্ষদের সম্মতিতে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। একইসঙ্গে কোম্পানির তাদের উদ্যোক্তা বা পরিচালকদের জন্য ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২৪.২১ টাকা।

/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়