ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সংবেদনশীল তথ্য ছাড়াই দর বাড়ছে বাংলাদেশ মনোস্পুল পেপারের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ১২ সেপ্টেম্বর ২০২১  
সংবেদনশীল তথ্য ছাড়াই দর বাড়ছে বাংলাদেশ মনোস্পুল পেপারের

অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ার দর। কোম্পানি থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটিই জানিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য মতে, বেশ কিছুদিন ধরে অস্বাভাবিকভাবে বাড়ছে বাংলাদেশ মনোস্পুল পেপারের শেয়ার দর। এর কারণ জানতে ডিএসই থেকে কোম্পানিটিকে নোটিশ দেয়। নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই প্রতিষ্ঠানটির শেয়ার দর বাড়ছে।

শেয়ার দর পর্যালোচনায় দেখা গেছে, গত ২৪ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ১৬৯.৩০ টাকা। গত কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দর বেড়ে ২২৫ টাকায় লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর ৫৫.৭০ টাকা বা ৩৩ শতাংশ বেড়েছে। আর এ কারণেই ডিএসই থেকে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়েছে। আর নোটিশের জবাবে কোম্পানি থেকে জানানো হয়েছে, মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই প্রতিষ্ঠানটির শেয়ার দর বাড়ছে।

ঢাকা/এনএফ /ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়