ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিএসইতে দাম কমার শীর্ষে আইসিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ১৩ সেপ্টেম্বর ২০২১  
ডিএসইতে দাম কমার শীর্ষে আইসিবি

দেশের প্রদান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় প্রতিষ্ঠানটির শেয়ার  দাম কমার তালিকার শীর্ষে রয়েছে।

তথ্য মতে, রোববার (১২ সেপ্টেম্বর) আইসিবির শেয়ারের ক্লোজিং দাম ছিল ১৪২ টাকা।  সোমবার লেনদেন শেষে প্রতিষ্ঠানটির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়ায় ১২৯.৭০ টাকায়।  ফলে ওই প্রতিষ্ঠানটির শেয়ার দর ১২.৩০ টাকা বা ৮.৬৬ শতাংশ কমেছে।

এদিন ডিএসইতে দাম কমার তালিকায় উঠে আসা অন্য প্রতিষ্ঠানগুলির মধ্যে ওয়ালটনের ৬.২৪ শতাংশ, বার্জার পেইন্টসের ৬.১৩ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৪.৩১ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪.২৫ শতাংশ, বাটা সু’র ৪ শতাংশ, সিঙ্গার বিডির ৩.৬৪ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩.২৭ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩.২৪ শতাংশ ও ইসলামী ইন্স্যুরেন্সের ৩.০৯ শতাংশ শেয়ারের দাম কমেছে।

ঢাকা/এনটি/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়